ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার সেনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, অস্ত্র-গোলাবারুদ রেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন রুশ সেনারা।
এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সোমবার জেলেনস্কি জানান, রুশ সেনাদের ফেলে যাওয়া অস্ত্র ইউক্রেনকে রক্ষায় ব্যবহার করা হচ্ছে।
রাজধানী কিয়েভ ও স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্কের ৩ হাজার ৮০৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়ে জেলেনস্কি বলেন, ১০০ টন গোলাবারুদসহ একটি রুশ সেনাবহর বারদিয়ানস্কে আটকে আছে এবং বহরটি দখলকৃত বন্দরনগরী মারিউপোলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
এদিকে তুরস্কে মঙ্গলবারও শান্তি আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন। ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে।